পেকুয়ায় ৯ পল্লী চিকিৎসককে জরিমানা

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পৃথক অভিযান চালিয়ে ৯ পল্লী চিকিৎসককে অপচিকিৎসা, অপারেশনসহ নানা অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পেকুয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এসব জরিমানা আদায় করে।

অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা। এসময় পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল মাজেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত পল্লীচিকিৎসক ওসমান গনি, নুরুল কবির, আব্দুর রাজ্জাক, শমির কান্তি নাথ, সোহেল আহমদ, জাফর আলম, গণেশ কুমার সুশীল ও নুরুল কাদের সহ ৯ জন পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বলে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, “অপচিকিৎসাসহ নানা অপরাধে ভ্রাম্যমান আদালত ৯ জন পল্লী চিকিৎসককে অর্থদণ্ড দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।”

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানান, যাদের জরিমানা করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে চেম্বার বসিয়ে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। অপচিকিৎসার মাধ্যমে অনেক রোগীকে মৃত্যুঝুঁকিতেও ঠেলে দিয়েছে। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না থাকার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে কক্সবাজারে ৭ দিনের উৎসব শুরু
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে নারী চা শ্রমিকের মৃত্যু