পেকুয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ মূল হোতা শফি আলম(৪২) নামের এক যুবককে গ্রেফতার করছে পেকুয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত শফি আলম সদর ইউনিয়নের সরকারি ঘোনা এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র।
এসময় তার কাছ থেকে আশি হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আজ বৃহস্প্রতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে সদর ইউনিয়নের সাবেক গুলদি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর ইউনিয়নের সাবেক গুলদি এলাকায় অভিযান চালিয়ে করে শফি নামে এক জাল নোট কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।”