পেকুয়ায় আরো একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান

৫টি অস্ত্র ও বিপুল সরঞ্জাম উদ্ধার

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১০:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় আরো একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দীর্ঘ ৫ ঘণ্টা অভিযান চালিয়ে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের চেপ্টামোরা এলাকার গহীন পাহাড়ে ওই কারখানার সন্ধান পায় র‌্যাব-১৫।

এসময় তারা কারখানা থেকে ৫টি অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে এবং দেলওয়ার হোসেন ওরফে দেলু খলিফা (৫৫) নামের এক অস্ত্রের কারিগরকে আটক করে।

দুপুর ১২টায় শুরু হওয়া ওই অভিযানে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার যোগ দেন সন্ধ্যার পরে।

ঘটনাস্থলেই তিনি সাংবাদিকদের বলেন, “পেকুয়ার টইটং ইউনিয়নের চেপ্টামোরা এলাকার এই দুর্গম পাহাড়ে দীর্ঘ ৫ ঘণ্টা অভিযান চালিয়ে আমরা এই সচল অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পাই। এসময় দেলওয়ার হোসেন নামে এক কারিগরকে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যায়। এই কারিগররা ব্রিজ লোডেড অস্ত্র তৈরি করার ইঞ্জিনিয়ারিং নলেজ অর্জন করে এখানেই এসব প্রাণঘাতী অস্ত্রগুলো তৈরি করছে।”

আটক দেলওয়ার হোসেন উরফে দেলু খলিফা একই ইউনিয়নের গুদিকাটা এলাকার মৃত আলী চান্দের ছেলে। আটক দেলু বেশ কয়েকটি বন চাঁদাবাজি, ডাকাতি মামলার আসামি বলে দাবি করেছে র‌্যাব।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি একই ইউনিয়নের জুম পাড়া এলাকায়ও একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছিল র‌্যাব-৭।

এসময় তারা ৮টি অস্ত্র সহ ৩ জনকে আটক করেছিল।

এদিকে, একই ইউনিয়নে ২য় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পাওয়ার পর স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ১৮ হাজার মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু