পটিয়ায় নিখোঁজের তিন দিন পর একটি দীঘি থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রিপন মল্লিক বলে জানা গেছে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়লিয়া ইউনিয়নের একটি দীঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিপন মল্লিক ওই এলাকার মৃত মৃনাল মল্লিকের ছেলে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়াত উল্লাহ বলেন, “তিন দিন আগে রিপন মল্লিক নিখোঁজ হয়। তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন দীঘিতে রিপন মল্লিকের মরদেহ ভাসতে দেখে। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ হলেও তার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”
এ ঘটনায় পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।










