জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, “সাংবাদিকদের সংবাদ পরিবেশনে সাহসী ও নৈতিকতার পরিচয় দিতে হবে। সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ পেশার মর্যাদা রক্ষা করতে হলে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদেরকে এসব গুণাবলী অর্জন করতে হবে। কালোকে কালো ও সাদাকে সাদা বলার সৎ সাহস নিয়ে কাজ করতে পারলেই সাংবাদিকতার প্রকৃত মর্যাদা অক্ষুন্ন থাকবে।”
আজ বৃহস্পতিবার(১১ আগস্ট) বিকেলে পটিয়ায় প্রেস ইন্সটিটিউট অভ বাংলাদেশ (পিআইবি’র) উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ‘বুনিয়াদী ও অনুসন্ধানমূলক রিপোর্টিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত ৯ আগস্ট মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় পটিয়া পৌরসভার কনফারেন্স রুম ও উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন মিলনায়তনে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, কর্ণফুলী, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৭০জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
রিপোটিং প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক শাহ্ শেখ মজলিস ফুয়াদের সভাপতিত্বে ও পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালটেন্ট জুলফিকার আলী মানিক, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক শাহ্ শেখ মজলিশ ফুয়াদ, চবি’র গণযোগাযোগ বিভাগের অধ্যাপক শহিদুল্লাহ লিপন, চবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব নন্দী, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক জিলহজ উদ্দিন নিপুন, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক শফিউল আজম, সাংবাদিক এস এম এ কে জাহাঙ্গীর, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক অধির বড়ুয়া, সাংবাদিক মোজাহেরুল কাদের, সাংবাদিক দেলোয়ার হোসেন, সংবাদিক এম আনোয়ারুল হক, সাংবাদিক জাহেদুল হক, সাংবাদিক কাজী আয়শা ফারজানা, সংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক কাউছার আলম, সাংবাদিক সুমন শাহ প্রমুখ।