পটিয়ায় বৃদ্ধের ঝলসানো মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ১:১৩ অপরাহ্ণ

পটিয়ায় পুকুরের পাড় থেকে ঝলসে যাওয়া অবস্থায় মনির আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পটিয়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মনির আহমদ পৌরসভার উত্তর গোবিন্দারখীল ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরী বাড়ির মৃত আবদুর রশীদের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, “পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে দগ্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধমানবপাচারে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধউন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে