পটিয়ায় তৈলবাহী গাড়ির ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ৬:১৪ অপরাহ্ণ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার(১৯ জুলাই) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ভাইয়ের দীঘি এলাকায় বিকেল পৌনে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কলেজ ছাত্র হলেন কচুয়াই ইউনিয়নের কচুয়াই গ্রামের মো. ইউনুসের পুত্র মামুন(২০) ও জাহাঙ্গীর আলমের পুত্র ইমন(২১)। তাদের মধ্যে মামুন লোহাগড়া মোস্তাফিজুর রহমান কলেজের বিবিএতে অধ্যয়নরত।

স্থানীয়রা জানান, নিহত দুই কলেজ ছাত্র মামুন ও ইমন পটিয়া সদর থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পদ্মা ওয়েল কোম্পানির তেলবাহী একটি ট্যাঙ্কার(চট্টমেট্রো-চ:০১-০০৬) চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়ার পথে পটিয়া এলাকায় পৌঁছালে তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়।

এসময় স্থানীয় লোকজন গাড়ির চালককে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছে।

এর আগে একই জায়গায় গত ঈদের দুই দিন পর (১২ জুলাই) গাড়ি চাপায় নিহত হয়েছে স্বামী-স্ত্রী সহ ৬ জন।

পটিয়া ট্রাফিক ইন্সপেক্টর জিল্লুর রহিম দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা ১৬ দিন পর না ফেরার দেশে
পরবর্তী নিবন্ধদুবাই ফেরত যাত্রীর পায়ুপথে স্বর্ণের বার