পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বোর্ড অফিস এলাকায় যাত্রীবাহী দুটি চেয়ারকোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের নাম শাহীদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়া অভিমুখী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ মারাত্মক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে দুটি বাসের চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক থেকে বাস দুটি ছিটকে পড়ে। একটি পড়ে যায় পাশের খাদে, অপরটি পাশের কৃষিজমিতে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাস দুটি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে আছে। এ সময় মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পূর্ববর্তী নিবন্ধমির্জাখীল দরবারের অনুসারীদের ঈদের নামাজ আদায়
পরবর্তী নিবন্ধবান্দরবানে অস্ত্রের মুখে তামাক চাষীর পুত্রকে অপহরণ