পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। তার নাম কামাল হোসেন (৪৫) বলে জানা গেছে।
আজ সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুরের শফিউল আলমের ছেলে।
স্থানীয়রা জানান, সবজি বিক্রির জন্য চন্দনাইশ থেকে কমলমুন্সির হাটে আসেন কামাল হোসেন। সকাল সাড়ে ৯টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি আহত হন। পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দীন তালুকদার বলেন, “সকাল ১০টার দিকে কামাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হন বলে জানান তার স্বজনরা।”