ঘোড়ায় ওঠার আগে ৫০ টাকা, নামার পরে ১০০

পতেঙ্গায় হামলায় আহত ৫ পর্যটক

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ১০:২৪ অপরাহ্ণ

পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন পর্যটক। এতে ৫ জন আহত হয়।

এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ মঙ্গলবার(৯ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন শাহাদাত হোসেন, আখতারুজ্জামান বাবু, মিহির হোসেন, রিফাত পিয়াস ও তানভীর হিরা।

আহত আখতারুজ্জামান বাবু বলেন, “নোয়াখালী থেকে ৩৫ জনের একটি পর্যটক টিম নিয়ে আমরা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় যাই। সেখানে আমাদের সঙ্গে থাকা একজন ঘোড়ায় উঠে। ওঠার সময় ৫০ টাকার কথা বলা হলেও নামার পরে ১০০ টাকা দাবি করা হয়। এই নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ঘোড়ার মালিকসহ কয়েকজন মিলে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের ৫ জন আহত হয়েছে।”

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, “পতেঙ্গায় ঘোড়া মালিকের সঙ্গে পর্যটকদের হাতাহাতি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে ট্যুরিস্ট পুলিশ আছে। এ ঘটনায় অপরাধী কাউকে ছাড়া হবে না।”

ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. ঈসরাফিল মজুমদার এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে টর্চার সেলে পর্যটক নির্যাতনের ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি