পতেঙ্গায় শিক্ষিকার আত্মহত্যা

আজাদী অনলাইন | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৩:৫৭ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গায় এক স্কুল শিক্ষিকা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

তার নাম জয়া মজুমদার (২২) বলে জানা গেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কাঠগড় এলাকার ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

জয়া মজুমদার পতেঙ্গার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্বামীর নাম সুজিত মজুমদার।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, “৬ বছরের কন্যাকে পাশের বাসায় রেখে এসে গলায় ওড়না পেঁচিয়ে ওই শিক্ষিকা আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।”

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমরক্কোতে ভূমিকম্পে নিহত ৬৩২
পরবর্তী নিবন্ধসিলেটে ফের ভূমিকম্প