শহীদজায়া পান্না কায়সার আর নেই

আজাদী অনলাইন | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ১২:৪৭ অপরাহ্ণ

লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য, শহীদজায়া পান্না কায়সার মারা গেছেন।

আজ শুক্রবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা নয়ন রায় জানান।

পান্না কায়সার ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী। তিনি অভিনেত্রী শমী কায়সারের মা। ১৯৯৬-২০০১ মেয়াদে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন তিনি।

শিশু কিশোরদের সংগঠন খেলাঘরের সঙ্গে আজীবন সক্রিয় ছিলেন পান্না কায়সার। ১৯৭৩ সাল থেকে ছিলেন প্রেসিডিয়াম সদস্য। আর ১৯৯০ সালে এ সংগঠনের চেয়ারম্যানের দায়িত্বে আসেন।

খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা বলেন, “সকালে উনি বাসায় অসুস্থ হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি জানান, শুক্রবার সকালে খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সভা ছিল, পান্না কায়সার নিজেই সভা ডেকেছিলেন। এখানে সারা দেশ থেকে খেলাঘরের নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে ডেকে উনিই চলে গেলেন অনন্তলোকে। আমরা পান্না কায়সারের পরিবারের সাথে আলাপ করে খেলাঘর থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু কর্মসূচি নেব এবং সবাইকে জানাব সেটি।

লিখুন
খুঁজুন
সমগ্র বাংলাদেশ
বিশ্ব
খেলা
ক্রিকেট
বাণিজ্য
হ্যালো
নাগরিক সাংবাদিকতা
টিউব
সব খবর
Beta
শহীদজায়া, লেখক পান্না কায়সার আর নেই
চট্টগ্রামে পাহাড় ধস: দুই ঘণ্টায় মাটি সরিয়ে সচল হল রাস্তা
গাজীপুরের কোনাবাড়িতে মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
পাবনায় মোটরসাইকেল বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত
ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রের মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের
মণিপুরে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে অস্ত্র লুট জনতার, পুলিশ নিহত
বাংলাদেশ
শহীদজায়া, লেখক পান্না কায়সার আর নেই
১৯৯৬-২০০১ মেয়াদে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন তিনি।

পান্না কায়সার

পান্না কায়সার
নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2023, 12:27 PM
Updated : 4 August 2023, 12:27 PM

লেখক, গবেষক, শিশু সংগঠক,সাবেক সংসদ সদস্য, শহীদজায়া পান্না কায়সার মারা গেছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা নয়ন রায় জানান।

পান্না কায়সার ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী। তিনি অভিনেত্রী শমী কায়সারের মা। ১৯৯৬-২০০১ মেয়াদে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন তিনি।

শিশু কিশোরদের সংগঠন খেলাঘরের সঙ্গে আজীবন সক্রিয় ছিলেন পান্না কায়সার। ১৯৭৩ সাল থেকে ছিলেন প্রেসিডিয়াম সদস্য। আর ১৯৯০ সালে এ সংগঠনের চেয়ারম্যানের দায়িত্বে আসেন।

খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে উনি বাসায় অসুস্থ হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি জানান, শুক্রবার সকালে খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সভা ছিল, পান্না কায়সার নিজেই সভা ডেকেছিলেন।

“এখানে সারা দেশ থেকে খেলাঘরের নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে ডেকে উনিই চলে গেলেন অনন্তলোকে। আমরা পান্না কায়সারের পরিবারের সাথে আলাপ করে খেলাঘর থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু কর্মসূচি নেব এবং সবাইকে জানাব সেটি।

১৯৫০ সালের ২৫ মে পান্না কায়সারের জন্ম। তার পারিবারিক নাম সাইফুন্নাহার চৌধুরী। কলেজে পড়ার সময় ঢাকায় এক উচ্চবিত্ত পরিবারে তাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু শ্বশুরবাড়ির অমানবিক পরিবেশ তার জীবন দুর্বিষহ করে তোলে।

সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ফের পড়ালেখায় মন দেন পান্না। এইচএসসি পাস করে কুমিল্লা মহিলা কলেজ থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন বাংলায় মাস্টার্স করতে।

সেই সময়ই পরিচয় হয় তরুণ বুদ্ধিজীবী, লেখক শহীদুল্লা কায়সারের সঙ্গে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের উত্তাল এক দিনে কারফিউয়ের মধ্যে তাদের বিয়ে হয় কিন্তু আড়াই বছরের মাথায় মুক্তিযুদ্ধের শেষ দিকে স্বামীকে হারান পান্না কায়সার। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কিছু সদস্য শহীদুল্লা কায়সারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। তার আর ফেরা হয়নি।

এরপর থেকে পান্না কায়সার একাই মানুষ করেছেন তার দুই সন্তান শমী কায়সার এবং অমিতাভ কায়সারকে। শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে, সেই সঙ্গে করে গেছেন লেখালেখি।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ: আগে ও পরে; মুক্তি; নীলিমায় নীল; হৃদয়ে বাংলাদেশ; মানুষ; অন্য কোনখানে; তুমি কি কেবলি ছবি; রাসেলের যুদ্ধযাত্রা; দাঁড়িয়ে আছ গানের ওপারে; আমি; না পান্না না চুনি; অন্য রকম ভালোবাসা ও সুখ।

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদানের জন্য ২০২১ সালে পান্না কায়সারকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট জানিয়েছে, আজ শুক্রবার জুমার নামাজের পর গুলশান আজাদ মসজিদে পান্না কায়সারের জানাজা হবে। আগামী রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তার কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম শহর
পরবর্তী নিবন্ধপাহাড় ধসে বন্ধ থানচি সড়ক যোগাযোগ ফের চালু