পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৩৭

আজাদী অনলাইন | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১২:০৩ পূর্বাহ্ণ

পাকিস্তানে একটি ইসলামপন্থী দলের সমাবেশে বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর-পশ্চিম বাজাউর জেলার খার শহরে জমিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল নামে ওই দলটির সমাবেশে এ বিস্ফোরণে শতাধিক আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, আলামত থেকে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সম্ভাব্য আত্মঘাতী হামলার মাধ্যমে।

কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং সকল আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তারা মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশংকা করেছেন কারণ ১৫ জনের অবস্থা আশংকাজনক।

আক্রমণের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

ছবিতে দেখা যায় মঞ্চের কাছে যেখানে বিস্ফোরণটি ঘটে সেখানে শামিয়ানার নিচে শত শত লোক একত্রিত হয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানায়, বিস্ফোরণে শামিয়ানাটি ধসে পড়লে অনেক লোক আটকা পড়ে।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত খবরে দেখা যায়, এম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহতদের সামরিক হেলিকপ্টারে করে নিকটবর্তী পেশাওয়ারে জরুরি চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামানত বাতিল হবে ৫ প্রার্থীর
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা