আগামী জুন মাসের শেষদিকে দক্ষিণ জনপদের স্বপ্নের পদ্মাসেতু খুলে দেওয়ার প্রস্তুতির মধ্যেই যানবাহনের টোলের হার চূড়ান্ত করেছে সরকার।
মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে চাইলে টোল দিতে হবে ১০০ টাকা। কার ও জিপের জন্য ৭৫০ টাকা আর পিকআপের জন্য ১,২০০ টাকা দিতে হবে। মাইক্রোবাসে লাগবে ১,৩০০ টাকা।
বাসের জন্য আসনের ভিত্তিতে তিন ধরনের টোল নির্ধারণ করা হয়েছে।
ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১,৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২,০০০ টাকা এবং বড় বাসে (৩ এক্সেল) ২,৪০০ টাকা টোল দিতে হবে।
পণ্যবাহী বাহনের ক্ষেত্রে ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১,৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২,১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২,৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫,৫০০ টাকা এবং ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) পার হতে ৬,০০০ টাকা টোল দিতে হবে।
চার এক্সেলের বেশি হলে ট্রেইলারে ৬ হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলে বাড়তি ১,৫০০ টাকা টোল দিতে হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজ মঙ্গলবার(১৭ মে) এক প্রজ্ঞাপনে টোলের এই হার জানিয়ে বলেছে, সেতু খুলে দেওয়ার দিন থেকে এই টোল কার্যকর হবে।
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হাসান বলেন, “রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।”