ওমানের ৫২তম জাতীয় দিবস উদযাপন করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশী সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে বাংলাদেশ স্কুল জালান।
বাংলাদেশ স্কুল জালানে প্রতিবারের মতো এবারো অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এক অনুষ্ঠান। স্কুলের অধ্যক্ষ জাহিদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল জালান-এর প্রেসিডেন্ট ও কিং জালান গ্রুপে ওমানের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মান্নান।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর হারুন অর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিন্যান্স ডিরেক্টর জামাল উদ্দিন, একাডেমিক ডিরেক্টর প্রদীপ ভূমিক, কালচারাল ডিরেক্টর শাহেদুল ইসলাম, এডমিনিস্ট্রেটর আবুল কালাম, প্রজেক্ট ডিরেক্টর কালাম উদ্দিন সহ বোর্ড ডিরেক্টরবৃন্দ এবং বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সাধারণ সম্পাদক পলাশ শীল সহ আরো অনেকে।
নাচ, ওমানের সংস্কৃতি, ফ্যাশন-শো, সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে সমগ্র অনুষ্ঠানস্থল মাতিয়ে রেখেছিল বাংলাদেশ স্কুল জালান-এর শিক্ষার্থীরা।