বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের রাতা গ্রামের এক যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মরহুম হাফেজ আহমদের ৫ম পুত্র মো. দেলোয়ার হোসেন (৩৪) বলে জানা গেছে।
আজ বুধবার (৩১ আগস্ট) কর্মস্থলে যাওয়ার পথে দুঘর্টনায় আহত হলে তাকে ওমানস্থ একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল বলেন, “ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত মো. দেলোয়ার হোসেনের স্ত্রী ও ৫ বছর এবং ২ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। সড়ক দুর্ঘটনায় দেলোয়ারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।