কমিটি ঘোষণা ছাড়াই সম্পন্ন উত্তর জেলা যুবলীগের কাউন্সিল অধিবেশন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৯ মে, ২০২২ at ৯:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনের ২য় পর্বের কাউন্সিল অধিবেশন আজ রবিবার(২৯ মে) হাটহাজারী সরকারি কলেজের বিজ্ঞান ভবন মিলনায়তন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয়ে কাউন্সিল অধিবেশন পৌনে আটটা পর্যন্ত চলে।

যুবলীগের এই কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগ-এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

কাউন্সিল অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ফজলে নাইম, যুব লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম।

যুবলীগের এই সম্মেলনে সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী রয়েছে।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে অধিবেশন সম্পন্ন করে চলে যান বলে উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কেন্দ্র থেকে সিদ্ধান্ত গ্রহণ করে কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচার্জার লাইট-টর্চ-ইস্ত্রির ভেতরে আড়াই কোটি টাকার সোনা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ২ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ