চট্টগ্রাম-১৪ আসনের আওতাভুক্ত চন্দনাইশ-সাতকানিয়ার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ হতদরিদ্র ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পাঞ্জাবী, লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ সোমবার (১৭ এপ্রিল) কাঞ্চননগরস্থ তার নিজ বাড়ির আঙ্গিনায় দলীয় নেতাকর্মী ও হত-দরিদ্রের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, “সমাজের একটি মানুষও যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সকল নেতাকর্মীকে সমাজের অসহায় দরিদ্রের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরো বলেন, “দলীয় নেতাকর্মীদের দেশের কল্যাণে যেকোনো দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে।”
সকল বিশংখৃলাকারী চক্রকে প্রতিহত করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন জোয়ার ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, ধর্মপুর ইউপি চেয়ার নাসির উদ্দীন টিপু, কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বশর ভুইয়া, মাস্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্ত্তী, আওয়ামী লীগ নেতা নবাব আলী, আবদুল্লাহ আল নামান বেগ, আবদুল শুক্কুর, আবদুস সালাম, নুরুল হাকিম চৌধুরী, মাস্টার মহিউদ্দীন, মুজিবুর রহমান, সাইফুর রহমান, ফরিদুল ইসলাম চৌধুরী, আবদুল মোনাফ, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক এএসএম মুছা তছলিম, যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, ইয়াছিন আরাফাত চৌধুরী, ফোরক আহমদ, জাহাঙ্গীর আলম হিরু, কৃষ্ণ চক্রবর্তী, আনছারুল হক, নাসির উদ্দীন চৌধুরী, ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম নয়ন, মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, জাহিদুর রহমান চৌধুরী, সিরাজুল কাফি চৌধুরী, কাজী রুমি, সাকিব প্রমুখ।