মুরাদপুরে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ১২:৪৭ অপরাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন পিলখানা এলাকার একটি মাদ্রাসার পেছন থেকে মো. আরমান হোসেন (১০) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় আলী বিন আলী মাদ্রাসার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সকাল ১১টার দিকে মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবান্দরবানে জিপ খাদে পড়ে চালকের মৃত্যু