না ফেরার দেশে সাবেক অর্থমন্ত্রী মুহিত

| শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ১:২২ পূর্বাহ্ণ

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বর্ষীয়ান সদস্য আবুল মাল আব্দুল মুহিত রাজধানী ঢাকার একটি হাসপাতালে আজ শনিবার(৩০ এপ্রিল) রাত ১২:৫৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বার্ধক্যের নানা সমস্যাও পেয়ে বসেছিল তাঁকে।

শারীরিক দুর্বলতার কারণে সাবেক অর্থমন্ত্রী মুহিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলে মার্চের প্রথম সপ্তাহে। অবস্থার কিছুটা উন্নতি হলে ফিরে গিয়েছিলেন নিজের জেলা সিলেটে।

১৬ মার্চ সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া সম্মাননা গ্রহণ করে সংসদে ১২ বার বাজেট দেওয়ার রেকর্ডধারী মুহিত বলেছিলেন, “আমি আমার জীবনকে নিয়ে গর্বিত।… অনেকে হয়ত একে আত্মগরিমা বলবেন কিন্তু এটা অন্যায় নয়। বরং এর জন্য নিজেকে গড়ে তুলতে হয়।”

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সংসদ প্লাজায় সকাল সাড়ে ১১টায়।

দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। শহীদ মিনার থেকে দাফনের জন্য মরদেহ নেওয়া হবে সিলেটে।

সিলেটের ধোপাদীঘির পাড়ের নিজ বাড়িতে ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন পরিবারের তৃতীয় সন্তান আবুল মাল আবদুল মুহিত।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস সদস্য আটক
পরবর্তী নিবন্ধঈদের আগে বেড়েছে সেমাই চিনিসহ নিত্যপণ্যের দাম