চট্টগ্রামের কল্পলোক আবাসিকের তুলাতুলি এলাকায় মোটরসাইকেল দুঘর্টনায় বাঁশখালীর এক যুবক নিহত হয়েছে। ছাব্বিশ বছর বয়সী ওই যুবকের নাম ইমন দাশ রাসেল বলে জানা গেছে।
এ সময় তার সাথে থাকা অপর যুবক নাজিম উদ্দিনও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন বলে জানা যায়।
আজ রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন দাশ বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ড মহাজন পাড়া এলাকার সিএনজি আশীষ দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে একটি বেসরকারি সংস্থার চাকরিজীবী ইমন দাশ তার অপর সহযোগী নাজিম উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে প্রয়োজনীয় কাজে বের হলে কল্পলোকের তুলাতুলি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
স্থানীয় জনগণ তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইমনকে মৃত ঘোষণা করেন।
নিহত রাসেল গত মার্চ মাসে পৌরসভার নমঃ পাড়া এলাকা থেকে বিয়ে করেছিলেন।
আজ রবিবার রাত সাড়ে দশটায় এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়।