নগরীর পতেঙ্গা থানার বন্দর এলাকায় তেলের ট্যাংকারের ধাক্কায় মাহবুবুল আলম (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তার নিহত হয়েছেন।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নেভাল একাডেমির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মাহবুবুল আলম, সন্দ্বীপ থানার গাছুয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি বন্দর থানার জনতা ব্যাংক লিমিটেডের ড্রাইডক শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “সকালে অফিস যাওয়ার পথে নেভাল একাডেমির মোড়ে একটি তেলের ট্যাংকার একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ব্যাংক কর্মকর্তা মাহবুবুল আলম গুরুত্বর আহত হন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”