নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আজাদী অনলাইন | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ১২:৫৭ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন আনন্দ বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোমিন (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে চান্দরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর আনন্দ বাজার এলাকার আব্দুর রবের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, “নগরীর আনন্দ বাজার থেকে সি-বিচে যাচ্ছিল মোমিন। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মরদেহের ঘরে রাখা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বছরের শেষ সূর্যাস্ত দেখল লাখো পর্যটক
পরবর্তী নিবন্ধনগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল গ্রেপ্তার