চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিন পাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন এবং জুমার নামাজ আদায় করে আর্থিক অনুদান প্রদান করেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।
তিনি আজ শুক্রবার (১২ মে) দুপুরে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিনের পাড়া জামে মসজিদে এ কাজ পরিদর্শন করেন।
এসময় এম এ মোতালেব সিআইপি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। তাই মানুষের সেবা করার জন্য যা করতে হয় তা আমার সাধ্যমতো আমি করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা করে যেতে চাই।”
তিনি ইয়াছিনের পাড়া জামে মসজিদের জন্য এককালীন ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করার পাশাপাশি ভবিষ্যতে অবস্থা অনুসারে সামর্থ্য অনুযায়ী আরও সহযোগিতা করার প্রতিশ্রুতিও প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিমুল করিম শিকদার, বড়হাতিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রুনা, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুয়ানুল হক সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন রকি, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা লিটন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের বড়হাতিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ফোরকান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন চৌধুরী প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।