কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাদ্রাসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। তার নাম জিয়াউর রহমান(৫৫) বলে জানা গেছে।
তিনি মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।
আজ বৃহস্পতিবার(২৫ আগস্ট) দুপুরে উপজেলার কুতুবজোম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রণব চৌধুরী।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল বলেন, “স্থানীয় একটি মক্তবের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা বিচারাধীন রয়েছে। দুপুরে এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সংঘটিত হয়ে জিয়াউর রহমানের ওপর হামলা চালায়। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি আহত হন।”
ইউপি চেয়ারম্যান আরও বলেন, “স্থানীয়রা জিয়াউরকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে। তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।