অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার থেকে ৪৫০ কিলোমিটারের মধ্যে এসে পড়েছে। ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে ২৪০ কিলোমিটার পর্যন্ত।
ভারতের আবহাওয়া অফিস শনিবার (১৩ মে) মধ্যরাতে এমন তথ্য জানিয়েছে। বর্তমানে উপকূলের দিকে এগিয়ে আসার গতিও বেড়ে দাঁড়িয়েছে ২২ কিলোমিটার।
দেশটির আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছে, রাতেই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ কমে ২৩০ কিলোমিটারে নেমে আসবে। রবিবার সকালের দিকে গতিবেগ আরও কিছুটা কমবে। আর দুপুরের দিকে উপকূলে আঘাত হানার সময় গতিবেগ থাকবে ২১০ কিলোমিটারের মতো।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মোখা আজ রবিবার (১৪ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে।
লাইভ আপডেট দেখুন
মোখার ভয়াবহতা বিবেচনায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া, মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে সরে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন
কক্সবাজারের ৫২৫ কিলোমিটারের মধ্যে মোখা
কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত