কেউ করে মোবাইল ছিনতাই, কেউ পাল্টায় আইএমইআই

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৮:৩৮ অপরাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে একটি চক্র। আর এসব মোবাইল ফোন কম মূল্যে কিনে আইএমইআই নম্বর পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আরেকটি চক্র।

এভাবেই সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় ছিল নগরীর বিভিন্ন এলাকায়।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) অভিযান চালিয়ে এমন একটি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মো. রবিউল হোসেন ওরফে রিফাত (২১), মাইনুল ইসলাম ওরফে যুবরাজ (২৭), আমিনুর রহমান ওরফে মানিক (২৫), মো. আরফান উদ্দিন (২৬), মামুনুর রশিদ আরফাত (৩২), মো. খালেক (২২), মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে সোহেল (৩০)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল (২৮ নভেম্বর) রাতে অক্সিজেন এলাকা ও আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে কোতোয়ালী থানার রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তারা একটি সংঘবদ্ধ চক্র। একদল মোবাইল ছিনতাই করে এবং অন্যদল মোবাইলগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে। ফলে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হলেও প্রকৃত মালিকের কাছে পৌঁছানো যায় না।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির কোনো নেতার রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই : পরশ
পরবর্তী নিবন্ধশেষ ষোলোয় সেনেগাল, ইকুয়েডরের বিদায়