মিতু হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

আজাদী অনলাইন | সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪১ অপরাহ্ণ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদ খানম মিতু হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে আদালত।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষীরা হলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল বাদী ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. সাহাব উদ্দীন। দুইজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ।

তিনি বলেন, “আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে আদালত। এনিয়ে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।”

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

মামলার বাকি আসামীরা হলো মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম।

২০১৬ সালে মিতু খুন হওয়ার পর তার স্বামী সেই সময়ের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেছিলেন।

নানা নাটকীয়তা শেষে পিবিআই-এর তদন্তে এখন তিনিই এ মামলার আসামী। এসপি বাবুল তার কিছুদিন আগেই চট্টগ্রাম মহানগর পুলিশে ছিলেন। বদলি হওয়ার পর তিনি ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পরপরই চট্টগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে শুরু হলো রিসার্চ সেমিনার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু