মীরসরাইয়ের রূপসী ঝর্ণায় দুই শিক্ষার্থীর মৃত্যু

আজাদী অনলাইন | রবিবার , ২ জুলাই, ২০২৩ at ১১:১১ অপরাহ্ণ

মীরসরাই উপজেলায় রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুইজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

এই দুই শিক্ষার্থী হলেন আফসার (১৫) ও আরিফ (১৮)। উভয়ে নগরীর আকবরশাহ কলোনির বাসিন্দা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, “রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে দুইজন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। আজ রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চালকের চোখে মরিচের গুঁড়া লাগিয়ে অটোরিক্সা ছিনতাই, গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধএক সপ্তাহে আমদানি হয়েছে ৯৩ টন কাঁচা মরিচ