মিরসরাইয়ে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত

বাজার করে বাড়ি ফিরছিলেন তারা

আজাদী অনলাইন | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে তরমুজবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে বাবা ও ছেলে।

শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড় দারোগাহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেলিম উদ্দিন (৪০) ও তার ১০ বছর বয়সী ছেলে মিনহাজ। তাদের বাড়ি মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, সেলিম ও তার শিশু সন্তান মিনহাজ বাজার করে বাড়িতে ফেরার সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি তরমুজবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা