মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ৯ জুলাই

আজাদী অনলাইন | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৫৩ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই।

এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে কোরবানির ঈদ উদযাপন করা হবে ১০ জুলাই। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে আগামীকাল বৃহস্পতিবার(৩০ জুন) সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

কাল ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার(১ জুলাই) জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই(১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস গণনা শুরু হবে আগামী শনিবার(২ জুলাই)। তখন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ১১ জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে দুই ভাইয়ের ১০ বছর করে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ আহত ৬