মেসির চোটের খবর ‘গুজব’

কোচ লিওনেল স্কালোনি

আজাদী অনলাইন | শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ২:৩৩ পূর্বাহ্ণ

৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবে আসা আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হেরে গেছে সৌদি আরবের কাছে। এখন আলবিসেলেস্তেদের জন্য কঠিন হয়ে গেছে গ্রুপ পর্ব পার করাও।

ভাবার জন্য বেশি সময় পাচ্ছে না আর্জেন্টিনা কারণ মেক্সিকোর বিপক্ষে আজই মাঠে নামতে হবে তাদের। পরের ম্যাচগুলোতে তাদের জন্য বড় ভরসার নাম লিওনেল মেসি কিন্তু তার চোট নিয়ে চারপাশে নানা সংবাদ ছড়িয়েছে। সবকিছু অবশ্য উড়িয়ে দিলেন কোচ লিওনেল স্কালোনি।

কাতার বিশ্বকাপ – আজকের খেলা-ফলাফল

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমি জানি না এই গুজব কোত্থেকে ছড়িয়েছে যে মেসি গতকাল অনুশীলন করেনি। তার ভালোভাবে অনুশীলনের ছবিও আছে। সে ভালো বোধ করছে। সবসময়ের চেয়ে বেশি এখন তাকে দরকার আমাদের, তার সতীর্থদেরও। মেসির শারীরিক অবস্থা নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই। মানসিকভাবেও সে ভালো আছে।”

মেসিকে নিয়ে কোনো সংশয় না থাকলেও আর্জেন্টিনার একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। ক্রিস্তিয়ান রোমেরোর জায়গায় সেন্টার ব্যাক পজিশনে মাঠে নামতে পারেন লিসান্দ্রো মার্তিনেস। মূলত ফিটনেসের কারণেই বাদ পড়তে পারেন রোমেরো। রাইট ব্যাকে নাহুয়েল মোলিনার জায়গায় আসতে পারেন গনসালো মন্তিয়েল।

আরেকটি বদল আসতে পারে মিডফিল্ডে। সৌদির বিপক্ষে খেলা আলেহান্দ্রো পাপু গোমেজের জায়গায় একাদশে আসতে পারেন এনজো ফার্নান্দেস বা ম্যাক অ্যালিস্টারের একজন।

পূর্ববর্তী নিবন্ধনেদারল্যান্ডসের ২য় রাউন্ডে যাওয়ার অপেক্ষা বাড়িয়ে দিল ইকুয়েডর
পরবর্তী নিবন্ধশেষ মুহূর্তে জোড়া গোল, ওয়েলসকে হারিয়ে ঘুরে দাঁড়াল ইরান