অনেক দরিদ্র পরিবারের পক্ষে সামর্থ্য না থাকায় পবিত্র ঈদ-উল-আযহায় পশু কোরবানি করা সম্ভব হয় না। তাই তারা যারা পশু কোরবানি দেয় তাদের কাছ থেকে মাংস সংগ্রহ করে। সেই মাংসের পুরোটা কিন্তু তারা খায় না। অতিরিক্তটুকু বিক্রি করে পরিবারের জন্য কিনে নিয়ে যায় প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। এটা আঞ্চলিকভাবে বলা হয় ভাগায় মাংস বিক্রি। আর এ ভাগায় মাংস বিক্রি করেই পরিবারের সবার মাঝে ঈদের খুশি ছড়িয়ে দেয় সমাজের একটা অংশ।
এমনই এক শিশুর কোরবানির মাংস বিক্রির ছবিটি নগরীর জেল রোড থেকে তুলেছেন সোহেল রানা।