এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৩:১৩ অপরাহ্ণ

দেশের মেডিকেল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এ পরীক্ষায় প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৭৯ হাজার ৩৩৭ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে মোট ৬ হাজার ৪৮৯টি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরে এবারের এমবিবিএস পরীক্ষার ফল ঘোষণা করেন।

তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৫৫ দশমিক ১৩ শতাংশই ছাত্রী।

গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশে ৫৭টি কেন্দ্রে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন মোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ বা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছাত্র এবং ৪৪ হাজার ৫০৪ জন ছাত্রী।

এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া সুমাইয়া মুসলেম মিম।

মেধাতালিকায় থাকা যারা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন তাদের মধ্যে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী।

ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের টেলিটক নম্বরে পাঠিয়ে দেওয়া হবে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে https://result.dghs.gov.bd/mbbs/ ফল পাওয়া যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এবারের পরীক্ষা খুবই সুন্দরভাবে হয়েছে এবং দ্রুত ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষা নিয়ে কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আধুনিক মেরিন অ্যাকুরিয়াম তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধসাগরে পড়ে নিখোঁজ, সীতাকুণ্ডে ৪ দিন পর মরদেহ উদ্ধার