মানুষের আগ্রহ বিবেচনায় জব্বারের বলী খেলা হবে

মেয়র রেজাউল করিম

আজাদী অনলাইন | শুক্রবার , ১৫ এপ্রিল, ২০২২ at ৮:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, “গত দুই বছর করোনার কারণে জব্বারের বলী খেলা ও মেলা করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতি অনেক ভালো।”

তাই মানুষের আগ্রহ ও বিনোদনের গুরুত্ব বিবেচনায় জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে খাতুনগজ্ঞ অ্যাপোলো চত্বরে বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর নুরুল হকের উদ্যোগে প্রায় ৫ হাজার অসহায় দুঃস্থ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন।

আরো পড়ুন: প্রয়োজনে ফ্লাডলাইট জ্বালিয়ে জব্বারের বলী খেলা হবে

তিনি বলেন, “জব্বারের বলীখেলা ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ। চট্টগ্রামের গৌরব ও ঐতিহ্যের অংশ। আমরা মাঠ ব্যবহার করতে না পারলেও মাঠের বাইরে কীভাবে করা যায় তা বিবেচনায় নেব।”

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন চিটাগং চেম্বারের সাবেক পরিচালক ছগির আহমেদ, এসএম হারুনুর রশীদ, দীপঙ্কর চৌধুরী কাজল, মীর আহমদ সওদাগর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে স্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধআজাদীর পেকুয়া প্রতিনিধির ওপর হামলা