চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আগামী অর্থ বছরের (২০২৩-২০২৪) জন্য ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেট নিজস্ব উৎসে সর্বোচ্চ ৯৫০ কোটি ৫৮ লাখ টাকা আয় ধরা হয়েছে। গত ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ছিল অনুদান নির্ভর।
আজ বুধবার (২১ জুন) দুপুর সোয়া ১২ টায় আন্দরকিল্লাহস্থ নগর ভবনে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিকের বর্তমান (ষষ্ঠ) পর্ষদের মেয়র হিসেবে নিজের তৃতীয় বাজেট ঘোষণা করলেন তিনি।
এসময় ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত ১ হাজার ১৭৬ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকার বাজেটও ঘোষণা করেন মেয়র৷ এ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ২ হাজার ১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা।
বাজেট অধিবেশনে সিটি মেয়র বলেন, যারা আমাকে এ-নগরের নাগরিকসেবা ও উন্নয়নের গুরুভার অর্পণ করেছেন সেই গুরুদায়িত্ব স্মরণে রেখে নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা ও চট্টগ্রাম মহানগরকে পরিবেশগত, প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক নগর প্রতিষ্ঠার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেট নগরবাসীর নিকট উপস্থাপন করছি।
তিনি বলেন, সিটি কর্পোরেশন সুদীর্ঘকাল ধরে নগরবাসীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। এ প্রতিষ্ঠানটিকে অধিকতর কার্যকর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ । বর্তমান সরকার সকল শহরকে বাসযোগ্য ও আধুনিকায়নে ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সভাপতিত্বে বাজেট অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. ইসমাইল ।
উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির এবং ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
বিস্তারিত আসছে……