যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চট্টগ্রাম এসোসিয়েশনের ঈদ জামাত অনুষ্ঠিত

| শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৭:৫১ অপরাহ্ণ

প্রতিবারের মতো এবারও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চট্টগ্রাম এসোসিয়েশন এবং সিএমইসিসি-এর উদ্যোগে ম্যানচেস্টারের ক্রোক্রফট পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায়।

এতে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী এবং অন্যান্য কমিউনিটির মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

ঈদ জামাত অনুষ্ঠিত হয় গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ফরহাদ চৌধুরীর তত্ত্বাবধানে।

ঈদ জামাতের ইমাম ছিলেন কোরআনে হাফেজ জুনায়েদ চৌধুরী ও সাদ চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এসোসিয়েশনের চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সন।

ঈদের নামাজ শেষে তিনি সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিদেশের মাটিতে ঈদগাহতে ঈদের নামাজ পড়ার আনন্দই আলাদা এবং ভবিষ্যতে পরিকল্পনা করে আরো বড় পরিসরে ঈদ জামাত করা হবে।”

উল্লেখ্য, ঈদের নামাজের পর সবার সম্মতিক্রমে বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

এই কমিটি আগামী ঈদের যাবতীয় কার্যক্রম যেমন স্থায়ী কাউন্সিলের অনুমতি, লোকাল এমপি, কাউন্সিলরের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং চট্টগ্রামবসীর নিজস্ব মসজিদ নির্মাণ করার যাবতীয় কাজ সম্পন্ন করবে।

ঈদ জামাতে ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম, জাহাঙ্গীর ইসহাক, ইমাম উদ্দীন, মো. জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ, প্রচার সম্পাদক ইসমাইল আবদুল্লাহ বাপ্পী, রিবন, মহিউদ্দীন, তৌহিদ, আসিফ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশিশুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে দু’জনেরই মৃত্যু
পরবর্তী নিবন্ধপদত্যাগ করতে রাজি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী