মালয়েশিয়ায় ২৫২ অবৈধ বাংলাদেশী আটক

আজাদী অনলাইন | রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১২:২৬ পূর্বাহ্ণ

অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশীসহ ৪২৫ জন বিদেশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়ালালামপুরে চেরাসের একটি আবাসিক এলাকায় তিনটি ফ্ল্যাটে অভিযানকালে তাদের আটক করা হয় বলে ফ্রি মালয়েশিয়া টুডে ও দ্য নিউ স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে দুই সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়ে এবং গতিবিধি পর্যবেক্ষণের পর এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাহরিন মহসিন।

আটকদের বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে বলে জানান তিনি।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক বিদেশী নাগরিকদের মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশী (২৫২ জন)। অন্যদের মধ্যে মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৪ ও ফিলিপাইনের ২ জন রয়েছেন।

তারা কুয়ালালামপুরের নির্মাণ খাতের প্রতিষ্ঠানে এবং বিভিন্ন কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন।

তাদের কাছে বসবাসের বৈধ কাগজপত্র না থাকা, পাস ও পারমিটের অবৈধ ব্যবহার, অনুমোদিত মেয়াদের বেশি সময় ধরে অবস্থান, পরিচয়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে খবরে বলা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে। ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন এবং ১৯৬৩ সালের অভিবাসনবিধি অনুযায়ী তদন্ত করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে সেই আবাসিক এলাকার বাসিন্দারা সেখানে অধিক সংখ্যক বিদেশীর অবস্থান এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছিলেন বলে জানান ইমিগ্রেশন বিভাগের ওই পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ধসের শংকায় সরানো হচ্ছে মানুষ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা