শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা সাবেক তিন মন্ত্রী এবং দুই এমপি’র বাড়িতে আগুন ধরানোর পর কুরুনেগালায় পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িটিও জ্বালিয়ে দিয়েছে।
সরকারবিরোধীদের ওপর মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের হামলার জেরে এ ঘটনা ঘটে।
চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কায় উত্তাল গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ এবং তার সমর্থকদের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ ঠেকাতে কারফিউ জারির পরও দেশটিতে জটিল হচ্ছে পরিস্থিতি।
শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি সহিংস ঘটনা ঘটেছে। রাজধানী কলম্বোর কাছে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর এক এমপি’র মরদেহ উদ্ধার করা হয়েছে।
এনডিটিভি জানায়, সবচেয়ে খারাপ সহিংসতা শুরু হয় সকালে। সেই সময় রাজাপাকসের পরিবারের সমর্থকরা দাঙ্গা বাধায়। তারা প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে ৯ এপ্রিল থেকে বিক্ষোভ চালিয়ে আসা সরকারবিরোধীদের ওপর হামলে পড়ে।
এরপর সন্ধ্যার দিকে এর পাল্টা জবাবে সরকারবিরোধী বিক্ষোভকারীরা কলম্বো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে হাম্বানটোটায় মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িটি জ্বালিয়ে দেয়। এমপি এবং সাবেক মন্ত্রীদের বাড়িতেও এ সময় আগুন দেয় বিক্ষোভকারীরা।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ শ্রীলংকার নিউজঅ্যয়ার পত্রিকার বরাত দিয়ে জানিয়েছে, বিক্ষোভকারীরা যে রাজনীতিবিদদের বাড়িতে আগুন দিয়েছে তার মধ্যে আছেন বর্তমান এমপি সনাথ নিশানথাও। ভিডিও ফুটেজে জ্বলন্ত ঘর থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে।
আরেকটি ভিডিওতে শ্রীলংকার রাজনৈতিক দল এসএলপিপি’র রাজনীতিবিদদের বাড়িঘর এবং যানবাহনে বিক্ষোভকারীদেরকে আগুন দিতে দেখা গেছে।