জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বিঘ্নকারীদের জনগণ ক্ষমা করবে না

সাতকানিয়ায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় এম এ মোতালেব

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:৪৪ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, “সারাদেশের মতো সাতকানিয়ায়ও একটি কুচক্রী মহল হরতাল ও অবরোধের নাম দিয়ে অশান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। যারা জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বিঘ্ন করে বিদেশীদের হাত করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়, বাংলার জনগণ কোনোদিন তাদের ক্ষমা করবে না। এজন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতা প্রতিরোধ, রেললাইন পাহারা এবং যার যার অবস্থানে থেকে নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে হবে।”

তিনি আজ বুধবার (১ নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার আইন—শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান—১ আনজুমান আরা বেগম, উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্টেশন কর্মকর্তা এস.এম হুমায়ুন কার্ণায়েন, চেয়ারম্যানদের মধ্যে পুরানগড়ের আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার, এওচিয়ার মো. আবু ছালেহ, বাজালিয়ার তাপস কান্তি দত্ত, কাঞ্চনার রমজান আলী, সদর ইউনিয়নের মোহাম্মদ সেলিম, কেঁওচিয়ার ওচমান আলী, ছদাহার মোহাম্মদ মোরশেদুর রহমান চৌধুরী, ঢেমশার মির্জা আসলাম সরওয়ার রিমন, ধর্মপুরের নাছির উদ্দিন টিপু, কালিয়াইশের হাফেজ আহমদ, সোনাকানিয়ার জসিম উদ্দিন, সাতকানিয়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী,  কেরানীহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম ও সাতকানিয়া করাতকল সমিতির পক্ষে মোজাম্মেল হক মেম্বার বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, “দেশের উদ্ভুত পরিস্থিতিতে হাইওয়েতে গাড়ি ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। এজন্য প্রশাসনিকভাবে আমাদের সবসময় সহায়তা অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড এমপির রডবোঝাই ট্রলিতে দুর্বৃত্তদের আগুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিএনপির ২০ নেতাকর্মী গ্রেফতার