সরকার নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে

সাতকানিয়া সদর ইউনিয়ন মহিলা আ. লীগের কর্মী সভায় এম এ মোতালেব সিআইপি

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ১০:২৩ অপরাহ্ণ

সাতকানিয়া সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, “বর্তমান সরকার নারীদের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল নারীর ক্ষমতায়নের লক্ষ্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন যে বাংলায় নারী-পুরুষের সমান অধিকার থাকবে, সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার পাবে। আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা মানবতার জন্য যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্ব দরবারে এ দেশ ও জাতির জন্য অনেক সম্মানের।”

তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের ফলে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশকে এই সময়ের মধ্যেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। এই সময়ে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। তবে যেসব উন্নয়ন দেশকে বদলে দিয়েছে বা দিচ্ছে সেই মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন আওয়ামী লীগের সফলতার স্বাক্ষর বহন করছে। এই প্রকল্পগুলো বিশ্বের বুকে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছে।
আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ করে, সকল প্রতিশ্রুতি পালন করে। সামনের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ২০৪১ সালের কাংখিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। সকল অপপ্রচার এবং বিভ্রান্তি উপেক্ষা করে বিগত সময়ের মতো শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে।”

সাতকানিয়া সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম।

চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় রোজিনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, সদস্য নাজিম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিমুল করিম শিকদার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রিফা চৌধুরী, নুর বানু, রোখসানা আক্তার, এস এম নুর রুবেল, মোহাম্মদ পারভেজ, আনিসুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএলপিসি কাপ্তাই ইউনিটকে আরো বেশি মুনাফা করতে হবে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা