সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি’র নেতৃত্বে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন চেয়ারম্যান, আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান, নঈমুল ইসলাম হারুন, সাবেক কাউন্সিলর নুরুল্লাহ, মোহাম্মদ উসমান, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, মোরশেদ আলম দুলু, মঞ্জুর কামাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ, পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমরান, শাখাওয়াত হোসেন প্রমুখ।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
র্যালি শেষে বক্তারা বলেন, জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ। ভবিষ্যতে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।