সমাজে ইসলামের সত্যিকারের বার্তা পৌঁছানোর সরকারি পদক্ষেপের অংশ হিসেবে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে পঞ্চম পর্বে আটটি বিভাগের ৩৪টি জেলার এসব মসজিদ উদ্বোধন করেন।
সারা দেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে নতুন এই ৫০টিসহ এ পর্যন্ত ২৫০টি মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
এর আগে তিনি ২০২১ সালের ৭ ডিসেম্বর, ২০২৩ সালের ১৬ জানুয়ারি, ১৬ মার্চ, ১৭ এপ্রিল এবং আজ ৩০ জুলাই- প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে প্রতিটিতে ৫০টি করে মসজিদ উদ্বোধন করেন।
সাতকানিয়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, “ইসলামবিরোধী তকমা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখার অপচেষ্টার দিন শেষ হয়ে গেছে আগেই। ভোটের সময় এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেও ফায়দা হাসিলের অপচেষ্টা হয়েছে অনেক। কিন্তু তাতেও হালে পানি পায়নি। কারণ এসব অপবাদের জবাব বেশ ভালোভাবেই দিতে পেরেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও শেখ হাসিনাই যে প্রকৃতপক্ষে ইসলামের পক্ষের সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মান তার উৎকৃষ্ট প্রমাণ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে ও নুরুল হক শিকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ, মেয়র মোহাম্মদ জোবায়ের, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত, ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, আবু সালেহ, নাসির উদ্দীন টিপু, ওসমান আলী, জসিম উদ্দিন, আনম সেলিম উদ্দীন ।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, মোহাম্মদ কামাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রীস, যুগ্ম আহ্বায়ক মো. এমরান সহ উপজেলার দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণ।