সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, “বাংলাদেশই এমন একটি দেশ যেখানে মুসলমান সম্প্রদায়ের লোক সংখ্যাগরিষ্ঠ হলেও অন্যান্য ধর্মের লোকজন সমানতালে সুখে-শান্তিতে বসবাস করছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে সব ধর্মের মানুষ সমানভাবে সুযোগ সুবিধা-অধিকার নিয়ে বাঁচবে। আওয়ামী লীগ সবসময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিতে বিশ্বাস করে।”
লোহাগাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী পলাশ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী খোকন সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রবীর কুমার সেন, শ্রী বিধান মিত্র, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সুনীল কুমার চৌধুরী, এডভোকেট চন্দন তালুকদার, শ্রী তপন কান্তি দাশ, শ্রীনিবাস দাশ সাগর, রিটু দাশ বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদোয়ানুল হক সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।