বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
আজ রবিবার (৮ অক্টোবর) দুপুরে লোহাগাড়া উপজেলা পাবলিক হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ঢেউটিন ও চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, “বৈশ্বিক মহামারী করোনা সহ সকল প্রাকৃতিক দুর্যোগে প্রধানমন্ত্রীর সুদৃঢ় ভূমিকায় বাংলাদেশের জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হয়েছে। এসব বিবেচনায় আবারও আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।”
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যবস্থাপনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য শহিদুল কবির সেলিম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।