সাতকানিয়ায় এম এ মোতালেবের সার-বীজ বিতরণ

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ১২:৩১ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে খরিপ ১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক, কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গত সোমবার দুপুরে উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।

এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। কৃষকের প্রতি তাঁর রয়েছে পরম দরদ ও মমতা। কৃষিকাজ করে কৃষক লাভবান হোক, কৃষকের জীবনমানের উন্নয়ন হোক, কৃষক উন্নত সমৃদ্ধ জীবন পাক-এই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তাই তিনি কৃষিকে লাভজনক ও আধুনিক করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।”

এ সময় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু প্রমুখ।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় প্রায় ১,৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুই জঙ্গির স্ত্রী গ্রেফতার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি