সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এম এ মোতালেব সিআইপি

| বুধবার , ৩ মে, ২০২৩ at ৯:১৪ অপরাহ্ণ

গতকাল মঙ্গলবার সাতকানিয়া সদর ইউনিয়নের গরিবারঝিল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

এই সময় তিনি সকলকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দেন।

এম এ মোতালেব সিআইপি উপজেলা পরিষদের পক্ষ হতে পনেরটি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকার চেক এবং ব্যক্তিগত পক্ষ হতে প্রত্যেক পরিবারকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিমুল করিম শিকদার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সেভেন বিএম ব্লিক ফিল্ডের স্বত্বাধিকারী সামশুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল মনসুর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া,ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এন রুবেল, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তারেক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধক্লাসে ফিরেছেন চবি চারুকলার শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধবান্দরবানে পানির মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু