লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৪:১৯ অপরাহ্ণ

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আনিসুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নেয়াজরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আনিসুর রহমান ওই এলাকার মহরম আলীর পুত্র ও পেশায় রেস্তোরাঁ কর্মচারী ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোরে নিজেদের গোয়ালঘরে মেঝে ঢালাইয়ের কাজ করছিলেন আনিসুর রহমান। কাজ শেষে মেঝে তাড়াতাড়ি শুকিয়ে যাবার জন্য বৈদ্যুতিক ফ্যানের সংযোগ দেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই দিন জুমার নামাজের পর নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার
পরবর্তী নিবন্ধসাঙ্গু গ্যাস ফিল্ড থেকে ১৬ পণ্য চোর আটক