সৌদি আরবে শ্বাসকষ্টে মোহাম্মদ সরওয়ার আলম (৪৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৌড়স্থান ভেল্লার বর পাড়ার মৃত মো. মুছার পুত্র ও ৪ সন্তানের জনক।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় মদিনার আল জাহারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহতের প্রতিবেশী মদিনা প্রবাসী মামুনুর রশিদ জানান, গত সোমবার শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে মদিনার আল জাহারা হাসপাতালে ভর্তি হন সরওয়ার আলম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রায় ১৫ বছর ধরে তিনি সৌদি আরবে বসবাস করে আসছেন। সেখানে তিনি ব্যবসা করতেন। প্রায় এক বছর আগে শেষবারের মতো তিনি দেশে গিয়েছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইছহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসী সরওয়ার আলমের মরদেহ সৌদি আরবে দাফন করা হবে বলে জেনেছেন। সেখানে তার মরদেহ দাফনের ব্যাপারে পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এদিকে, মোহাম্মদ সরওয়ার আলমের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।