লোহাগাড়ার চুনতিতে ৫৪ লাখ টাকার ইয়াবাসহ মো. ইমরান খাঁন (২৯) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। গ্রেফতার ইমরান খাঁন কক্সবাজারের রামু থানার শেখপাড়ার কলঘর এলাকার নাছির খাঁনের পুত্র।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেয়া হয়। এ সময় তার গতিবিধি ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। পরে মোটরসাইকেল ও তার দেহ তল্লাশি করে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। ইমরান ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেফতারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।